- বইমেলা
- তানভীর তারেকের ‘তোমার কথা বলিতে ব্যাকুল’
তানভীর তারেকের ‘তোমার কথা বলিতে ব্যাকুল’

একুশে বইমেলায় এসেছে তানভীর তারেক এর নতুন গল্পগ্রন্থ ‘তোমার কথা বলিতে ব্যাকুল’। ১৫ টি গল্প নিয়ে সাজানো এই বইটির প্রকাশক দেশ পাবলিকেশন্স।
বইটি প্রসঙ্গে উপস্থাপক-লেখক ও সঙ্গীতপরিচালক তানভীর তারেক বলেন,‘বইটি আমার দীর্ঘদিনের পরিশ্রমের একটি ফসল। বিভিন্ন পত্রিকায় অনিয়মিতভাবে গল্প লিখেছি। সেগুলো থেকে বাছাই করে উল্লেখযোগ্য গল্পের সংকলন আমার ‘তোমার কথা বলিতে ব্যাকুল’। আশা করি সবার ভালো লাগবে।’
বইমেলার সোহরাওয়ার্দি অংশের দেশ পাবলিকেশন্সের ২৫৩,২৫৪,২৫৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনে ঘরে বসে পেতে রকমারি ডট কম এ অর্ডার করলেই পাওয়া যাচ্ছে।
মন্তব্য করুন