অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এ নেটওয়ার্কিং এবং সাইবার সিকিউরিটি নিয়ে তিতাস সরকারের লেখা তিনটি বই পাওয়া যাচ্ছে।

বইগুলো হচ্ছে- বেসিক টু অ্যাডভান্সড নেটওয়ার্কিং, মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং এবং এথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটি। 

বইগুলো নিয়ে তিতাস সরকার বলেন, বর্তমানে তরুণদের মাঝে নেটওয়ার্কিং পেশায় কাজের আগ্রহ বাড়ছে। তবে সঠিক দিকনির্দেশনা না পাওয়ায় অনেকেই জানেন না কীভাবে শুরু করতে হবে। তাদের কথা মাথায় রেখেই এ বইগুলো লেখা হয়েছে।

বইমেলায় আদর্শ প্রকাশনীর ৪২১-৪২৪ নং স্টলে বইগুলো পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে ২৫ শতাংশ মূল্যছাড়ও মিলছে।