মনদীপ ঘরাই এর উপন্যাস ‘ফুঁ’ এর মোড়ক উন্মোচন হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ ‘হিতৈষী সংঘ’ নামের বৃদ্ধাশ্রমে। ‘বর্ষাদুপুর’ প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন হিমেল হক।

সোমবার তরুণ এই লেখক বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন।

মনদীপ ঘরাই জানান, বইটির লভ্যাংশের পুরোটাই ব্যয় হবে এই প্রবীন নিবাসের বৃদ্ধ মায়েদের কল্যাণে। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধক লেখকের মা বাসন্তী ঘরাই বলেন, ভাবতেই ভালো লাগছে আমার ছেলে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এটি আমার  জীবনের সবচেয়ে সেরা পাওয়া।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত বলেন, এমন উদ্যোগ আমাদের স্বপ্ন দেখায় সুন্দর আগামীর। উপন্যাসটিতে লেখক সুন্দরভাবে সমাজের বাস্তবতা তুলে ধরেছেন।