- বইমেলা
- একুশে গ্রন্থমেলায় শান্তনু চৌধুরীর 'বড় মেজ ছোট' ও 'মোবাইল জার্নালিজম'
একুশে গ্রন্থমেলায় শান্তনু চৌধুরীর 'বড় মেজ ছোট' ও 'মোবাইল জার্নালিজম'

শান্তনু চৌধুরীর দুটি বই প্রকাশ হয়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়।
সাহিত্য জগতে সর্বাধিক পরিচিত তিন ভাই হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীবকে নিয়ে 'বড় মেজ ছোট'। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। ৩৩ নম্বর প্যাভেলিয়নে পাওয়া যাচ্ছে বইটি। দাম রাখা হয়েছে ২৭০ টাকা।
উৎস প্রকাশন থেকে প্রকাশিত 'মোবাইল জার্নালিজম' পাওয়া যাচ্ছে ৩২ নম্বর প্যাভেলিয়নে। এটির দাম রাখা হয়েছে ২২০ টাকা।
শান্তনু চৌধুরী কাজ করেছেন প্রথম আলো, জনকণ্ঠ, যুগান্তর, বীর চট্টগ্রাম মঞ্চ, সুপ্রভাত বাংলাদেশ, ভোরের কাগজ, সংবাদপত্র, এবিসি রেডিও এবং এসএটিভিতে। বর্তমানে সময় টেলিভিশনে বার্তা সম্পাদক হিসেবে কাজ করছেন।
মন্তব্য করুন