- বইমেলা
- বইমেলায় ইশতিয়াকের 'সুটকেস' ও 'মনা ভাইয়ের ঝামেলা সমগ্র'
বইমেলায় ইশতিয়াকের 'সুটকেস' ও 'মনা ভাইয়ের ঝামেলা সমগ্র'
অনলাইন ডেস্ক |
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২১
আপডেট: ২৫ মার্চ ২০২১
প্রকাশ: ২৫ মার্চ ২০২১ । আপডেট: ২৫ মার্চ ২০২১
অমর একুশে বই মেলায় এসেছে কথা সাহিত্যিক, নাট্যকার, গীতিকার ও পরিচালক ইশতিয়াক আহমেদের নতুন উপন্যাস, 'সুটকেস'। পাশাপাশি 'মনা ভাইয়ের ঝামেলা সমগ্র' নামে আরও একটি বই প্রকাশিত হয়েছে তার।
দুটির বইয়েরই প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ এবং প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। মেলার প্যাভিলিয়ন ৫-এ বই দুটি পাওয়া যাচ্ছে।
ইশতিয়াক আহমেদ বলেন, 'আমাদের জীবন সুটকেসের মতোই। জানা থাকেনা কী আছে এর ভেতরে। কতটা বিস্ময় আছে কিংবা কতটা অভাব বা প্রাচুর্য। একটা সুটকেস আর কিছু মানুষের জীবন মিলেমিশে একাকার এ উপন্যাসে।
তিনি আরও বলেন, সুটকেস উপন্যাসের ভেতরে প্রবেশ করলে তাদের জীবনের গল্প পাওয়া যাবে। যে গল্পগুলো নতুন নয়। আপনার, আমার অথবা আমাদের জানাশোনা কোনো পুরাতন গল্পই...।'
বিষয় : ইশতিয়াক আহমেদ বইমেলা নতুন বাই
মন্তব্য করুন