- বইমেলা
- তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী
তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী

আত্মজৈবনিক গ্রন্থ ‘আমার জীবন আমার সৃজন’
নাট্যজন জামালউদ্দিন হোসেনের লেখা আত্মজৈবনিক গ্রন্থ ‘আমার জীবন আমার সৃজনসহ' তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত মুক্তধারা নিউইয়র্ক স্টল চত্বরে বইগুলোর মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন কবি কামাল চৌধুরী, অধ্যাপক ফখরুল আলম, মানসিক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসক মোহিত কামাল, নিউইয়র্ক মুক্তধারার প্রকাশক বিশ্বজিৎ সাহা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, জামালউদ্দিন হোসেন আমেরিকায় থাকলেও তিনি দেশকে নিয়ে ভাবেন। তার লেখায় দেশের অনেক ঘটনা উঠে এসেছে। নিউইয়র্ক মুক্তধারা দেশের সাহিত্যকে বিদেশে ছড়িয়ে দিতে অনেক ভূমিকা রাখছে। এ ছাড়া বিদেশে বাঙালি লেখকদের লেখা প্রকাশে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

কবি কামাল চৌধুরী বলেন, জামালউদ্দিন ত্রিশ বছর যাবত দেশের নাট্যাঙ্গনের সঙ্গে জড়িত। তার লেখায় দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের চিত্র উঠে এসেছে।
এ সময় একই প্রকাশনী থেকে নিউইয়র্ক অভিবাসী লেখক সাংবাদিক শাহ জে চৌধুরীর লেখা ‘ভাবনার উৎস’ এবং সাংবাদিক-লেখক মুবিন খান এর ‘গল্পরা’ বইয়ের মোড়কও উন্মোচন করা হয়।
মন্তব্য করুন