- বইমেলা
- এম মিরাজ হোসেনের দ্বিতীয় বই 'আপন নামা' মেলায়
এম মিরাজ হোসেনের দ্বিতীয় বই 'আপন নামা' মেলায়

লেখক এম মিরাজ হোসেনের প্রথম বই 'হাওয়ায় ভেসে হাজার মাইল'-এর পর দ্বিতীয় বই 'আপন নামা' প্রকাশ হয়েছে। নওরোজ কিতাবিস্তান থেকে প্রকাশিত 'আপন নামা' এবারের অমর একুশে গ্রন্থমেলায় নওরোজ কিতাবিস্তানের ২৮৮, ২৮৯, ২৯০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
'আপন নামা’ বইটি লেখকের নিজের জীবনের বিভিন্ন সময়ের স্মৃতিময় ঘটনা নিয়ে লেখা। তার শৈশব-কৈশোর, পরিবার, অভাব-অনটন, বেঁচে থাকার যুদ্ধ, অধ্যাবসায়, পরিশ্রম-সাফল্য, সামাজিক কার্যক্রম প্রভৃতি বিষয়গুলো বইয়ে উঠে এসেছে।
এম মিরাজ হোসেনের ভাষ্য মতে 'জীবনের পরতে পরতে প্রতিটি মুহূর্তেই যোগ হয় নতুন গল্প। সেই গল্পের জীবনে আমরা ছুটে চলি আবহমান কাল ধরে। আপন নামা আমার সেই জীবনের ছুটে চলার গল্প।'
বইটির প্রকাশনী প্রতিষ্ঠান 'নওরোজ কিতাবিস্তান'-এর কর্ণধার মনজুর খান চৌধুরী চন্দন বলেন, 'প্রকাশের পর থেকে আপন নামা বইটির জন্য প্রতিদিনই পাঠকরা স্টলে ভীড় করছেন। আমরা এই সাফল্যে আনন্দিত এবং অভিনন্দন জানাই লেখক এম মিরাজ হোসেনকে।'
১৬৫ পৃষ্ঠার বইটির গায়ের মূল্য ৩৫০ টাকা। মেলায় বিশেষ ছাড়ে বইটি পাওয়া যাবে মাত্র ২৭৫ টাকায়। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন