- বইমেলা
- সরকারবিরোধী বই প্রকাশের অভিযোগে স্টল পেল না আদর্শ প্রকাশনী!
সরকারবিরোধী বই প্রকাশের অভিযোগে স্টল পেল না আদর্শ প্রকাশনী!

ফাইল ছবি
অমর একুশে গ্রন্থমেলায় স্টল বরাদ্দের তালিকায় বাদ পড়েছে 'আদর্শ প্রকাশনী'। বাংলা একাডেমি গত বৃহস্পতিবার স্টল বরাদ্দের তালিকা প্রকাশ করেছে। প্রকাশনী সংস্থা আদর্শের নাম এ তালিকায় নেই।
২০১০ সাল থেকে বইমেলায় অংশ নিচ্ছে প্রকাশনী সংস্থাটি। গত বছরের বইমেলায় এ প্রকাশনীর স্টলের সামনে ভিড় সামলাতে পুলিশ প্রশাসনকেও কাজ করতে হয়েছে। অনলাইনে বই বিক্রির প্রতিষ্ঠান 'রকমারি'তে এখন পর্যন্ত প্রকাশনীটির বই বেস্ট সেলের তালিকায়।
আদর্শ প্রকাশনীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহাবুব রাহমান সমকালকে জানান, স্টল বরাদ্দের তালিকায় আদর্শের নাম না থাকায় রোববার মেলা আয়োজক কমিটির সদস্য সচিবের সঙ্গে তিনি দেখা করেন। কিন্তু কী কারণে স্টল বরাদ্দের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেটি তিনি জানাননি। পরে বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে সেদিনই তালিকায় বাদ পড়ার কারণ জানতে একটি আবেদন করেন। দুই দিনেও এ চিঠির উত্তর না পাওয়ায় গতকাল মঙ্গলবার তিনি আরেকটি আবেদন দিয়েছেন। গত কয়েকটি বইমেলায় প্রকাশনীটির বই বেস্ট সেলার হওয়ায় কিছু প্রকাশকের হিংসার স্বীকার হয়ে স্টল বরাদ্দ পাননি বলে ধারণা করছেন তিনি।
মঙ্গলবার এ প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের লেখক ফাহাম আব্দুস সালাম ও ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, তাঁদের বইয়ের কারণে আদর্শকে স্টল বরাদ্দ দিচ্ছে না বাংলা একাডেমি। একজন ফাহাম আব্দুস সালাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জার স্বামী। আদর্শ থেকে প্রকাশিত তাঁর বইয়ের নাম 'বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে'।
তবে মাহাবুব রাহমান বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নেতাদের বরাত দিয়ে জানান, এক প্রকাশক তিনটি বইয়ে সরকারবিরোধী লেখা প্রকাশ করা হয়েছে উল্লেখ করে বাংলা একাডেমিতে বই জমা দিয়েছেন। এ তিনটি বইয়ের জন্য একাডেমি স্টল বরাদ্দের তালিকা থেকে নাম বাদ দিয়েছে।
মন্তব্য করুন