অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশনা সংস্থা ‘আদর্শ’কে ১ ফেব্রুয়ারির আগেই স্টল বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন ৫৩ লেখক।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে আদর্শ থেকে প্রকাশিত বইয়ের লেখকরা বাংলা একাডেমির প্রতি এ আহ্বান জানান।

তারা বলেন, মেলা পরিচালনা কমিটির মতে ‘আদর্শ’ প্রকাশিত ফাহাম আব্দুস সালামের ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটি বইমেলা ২০২৩ এর শর্তপূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই বাংলা একাডেমি আদর্শকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা লেখকের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং একাডেমির একতরফা সিদ্ধান্তগ্রহণের নজির।

তারা মনে করেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আদর্শের সঙ্গে যুক্ত প্রায় ৩ শতাধিক লেখক ক্ষতিগ্রস্ত হবে। আদর্শকে মেলার বাইরে রাখলে মতপ্রকাশের পরিবেশ আরও সংকুচিত হবে।

এ ছাড়া, একটি বইয়ের জন্য কেন আদর্শ প্রকাশনার আরও ৬০০ বই মেলায় প্রদর্শন বা বিক্রি করা যাবে না সে বিষয়েও বাংলা একাডেমি কর্তৃপক্ষ কথা বলার সুযোগ রাখেনি। যেখানে বাংলা একাডেমি লেখকদের চিন্তা ও মতপ্রকাশের অবাধ বিচরণ ক্ষেত্র হওয়ার কথা, সেখানে এ ধরনের সিদ্ধান্ত মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের মূল চেতনাকে আঘাত করছে বলে জানান ওই ৫৩ লেখক।

উদ্ভূত পরিস্থিতিতে অমর একুশে বইমেলায় আদর্শের অংশগ্রহণ নিশ্চিত করতে স্টল বরাদ্দ দেওয়ার বিকল্প নেই উল্লেখ করে ১ ফেব্রুয়ারির আগে এই অচলাবস্থার অবসান চেয়েছেন তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন— মুনির হাসান, রেজাউল হোসেন, রাগিব হাসান, মোহাম্মদ আজম, আশীফ এন্তাজ রবি, শেখ রোকন, আসিফ সিবগাত ভূঞা, চমক হাসান, মোত্তাসিন পাহলভী, ফরহাদ হোসেন মাসুম, উম্মে শায়লা রুমকি, কোচ কামরুল হাসান, মো. ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন), গাজী মিজানুর রহমান, সাবিদিন ইব্রাহিম, শাহমান মৈশান, আজহারুল ইসলাম, এনামুল রেজা, পারভেজ আলম, অরুপ রাহী, জাভেদ পারভেজ, প্রলয় হাসান, এনামুল হক, গোলাম রাব্বী, মিশাল ইসলাম, রাতুল খান, মুবির চৌধুরী, মোহাম্মদ জিশান, হুমায়রা শ্যারন, ইশরাত ইরিনা, রফিক হারিরি, গাজী ইয়ার মোহাম্মদ, রাহিতুল ইসলাম, মাহফুজ সিদ্দিকী হিমালয়, শিপ্রা দেবনাথ, অনুপম দেবাশীষ রায়, তানভীর শাহরিয়ার রিমন, কল্লোল মোস্তফা, মোহসী হক, আলতাফ শাহনেওয়াজ, মাহবুব মোর্শেদ, সালাহ উদ্দিন শুভ্র, আলমগীর নিষাদ, রোকসানা আকতার রুপী, সোহেল হাসান গালিব, তন্ময় ইমরান, কামরুল আহসান, এহসানুল ইসলাম, আনোয়ার ইকবাল, আফসানা বেগম, ফেরদৌস আরা রুমী, উম্মে মাইসুন এবং এহসান মাহমুদ।