অমর একুশে বইমেলায় প্রকাশনা সংস্থা 'আদর্শ'র স্টল বরাদ্দ নিয়ে বইমেলা পরিচালনা কমিটির সভা বসছে বাংলা একাডেমিতে। 

আজ রোববার বিকেলে বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে বইমেলা ২০২৩-এর সদস্য সচিব এ কে এম মুজাহিদুল আলম সমকালকে জানান, আদর্শ প্রকাশনা নতুন করে আবেদন করেছিল। সেটা নিয়ে আজ সভায় আলোচনা হবে। এছাড়া মেলার আরও কিছু বিষয় আলোচ্য সূচিতে আছে।

আদর্শর বলছে, ফাহাম আবদুস সালামের 'বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে' বইটি প্রদর্শন ও বিক্রি করবে না তারা। এর বিনিময়ে স্টল বরাদ্দের বিষয়টি পুনর্বিবেচনা করতে গত মঙ্গলবার বাংলা একাডেমির কাছে আবেদন করেন আদর্শের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমান।

এর আগে ফাহাম আবদুস সালামের বইটি নীতিমালা অনুযায়ী প্রদর্শন ও বিক্রিতে আপত্তি তুলে স্টল বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছিল বাংলা একাডেমি। তবে এর প্রতিবাদে লেখক, প্রকাশক ও বিশিষ্টজন বিভিন্ন কর্মসূচি পালন করেন।