দেখতে দেখতে অমর একুশে বইমেলা প্রথম ১০ দিন পার করল। করোনা মহামারির ধকল কাটিয়ে স্বাভাবিক পরিবেশে ফিরে এ বছর এখনই মেলা ঘিরে মানুষের স্বতঃস্ম্ফূর্ত উপস্থিতি জানান দিচ্ছে, আগামী ১৮ দিনও ভালো যাবে। ব্যবসার মন্দা কাটিয়ে আবার বিক্রি ভালো হওয়ায় হাসি ফুটেছে প্রকাশকদের মুখেও। আসছে দিনগুলোতে স্বাভাবিক পরিবেশ বজায় থাকলে এবার তাঁরা আগের বছরগুলোর ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবেন।

গতকাল শুক্রবার ছিল মেলার দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিন। আগের মতোই এ দিন সকাল ১১টায় শিশুপ্রহর উপলক্ষে খুলে যায় মেলার দ্বার। এ সময় অসংখ্য শিশুর কোলাহলে মুখর হয়ে ওঠে শিশুচত্বর। বাবা-মায়ের সঙ্গে মনের আনন্দে শিশুরা বিভিন্ন স্টল ঘুরে বই দেখেছে ও কিনেছে। সন্তানকে তার পছন্দের বইটি কিনে দিতে পেরে খুশি অভিভাবকরাও। নতুন বই কেনার সঙ্গে শিশুরা এ দিনও আনন্দে মেতে ওঠে সিসিমপুরের জনপ্রিয় পাপেট চরিত্র টুকটুকি-হালুম-ইকরি-শিকুর সঙ্গে।

দুপুর ১টায় শিশুপ্রহর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মেলার উভয় প্রাঙ্গণে আসতে থাকেন বড়রা। এরপর বেলা যত গড়িয়েছে মানুষের ভিড় তত বেড়েছে। সন্ধ্যার দিকে মেলার উভয় প্রাঙ্গণ হয়ে ওঠে লোকারণ্য। এ দিন স্টল, প্যাভিলিয়নগুলোর সামনেও দেখা গেছে ভিড়। ছুটির দিন বলে জনপ্রিয় লেখক-সাহিত্যিকরাও এ দিন মেলায় এসেছিলেন। ক্রেতা-পাঠকরা লম্বা লাইন ধরে নতুন বইয়ে প্রিয় লেখকের অটোগ্রাফ নিয়েছেন।

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ প্রয়াত হয়েছেন এক দশকের বেশি সময়। কিন্তু পাঠকদের কাছে এখনও তিনি সমান জনপ্রিয় তা বোঝা যায় সোহরাওয়ার্দী উদ্যানে অন্য প্রকাশের প্যাভিলিয়নে। বিক্রয় প্রতিনিধিরা জানান, বরাবরের মতোই হুমায়ূন আহমেদের বইয়ের চাহিদা সবচেয়ে বেশি। এ ছাড়া সাদাত হোসেন ও মৌরি মরিয়মের উপন্যাস বেশ ভালো বিক্রি হচ্ছে।

লেখক বলছি মঞ্চে এ দিন নিজের বই 'ইগলের চোখ' নিয়ে আলোচনা করছিলেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আজাদের মেয়ে মৌলি আজাদ। তিনি বলেন, আগে মেলায় বাবার সঙ্গে আসতাম। তখন পাঠক আর লেখকের আড্ডা জমত। দীর্ঘদিন পর আজকেও সেদিনকার স্মৃতি মনে পড়ছে।

অনন্য প্রকাশনী থেকে এ বছর প্রকাশ হয়েছে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের আত্মজীবনী 'যে জীবন আমার ছিল'। পাঠকদের অটোগ্রাফ দিতে দিতে তিনি বলেন, 'আমার লেখক জীবনের পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে এ বছর। আত্মজীবনীতে উঠে এসেছে এসব গল্প।' প্রথমা প্রকাশনীতে দেখা হয় আরেক জনপ্রিয় সাহিত্যিক আনিসুল হকের সঙ্গে। পাশেই প্রকাশনী নালন্দায় ছিলেন কথাশিল্পী লতিফুল ইসলাম শিবলী।

আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গণি বলেন, মেলা জমে গেছে। ক্রেতা-পাঠকের উপস্থিতি অনেক ভালো। পার্ল প্রকাশনীর প্রকাশক কাজী জাহেদ বলেন, মেলা দশম দিন থেকেই মূলত জমে। পাঠকরা জানেন, এ সময় সব নতুন বই আসে। তাই তাঁরাও আসতে শুরু করেন।

এদিকে গতকাল মেলায় নতুন বই এসেছে ২৬০টি। এ দিন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতা। বিকেলে মূলমঞ্চে অনুষ্ঠিত হয়- 'জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : শিল্পী সফিউদ্দীন আহমেদ' এবং 'জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : এস এম সুলতান' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মলয় বালা এবং সৈয়দ নিজার। আলোচনায় অংশ নেন সুশান্ত কুমার অধিকারী, ইমাম হোসেন সুমন, নাসির আলী মামুন এবং নীরু শামসুন্নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনতাসীর মামুন। লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন মৌলি আজাদ, সাগরিকা নাসরীন, সাহাদাত পারভেজ এবং হুমায়ুন কবীর ঢালী।