দেওয়ানী মোকদ্দমা বিষয়ক আইন সমূহের বিশাল পরিধিকে ছোট্ট মলাটবদ্ধ করার অনবদ্য প্রচেষ্টা-বিচারের আদ্যোপান্ত (দেওয়ানি পরিপ্রেক্ষিত)। আইনের বই লেখা সহজ কিন্তু মানসম্মত বই লেখা অত্যন্ত কঠিন। সেই কাজটি সহজ করেছেন বিচারক দম্পতি আশফাকুর রহমান ও মেহেরা মাহাবুব। ছাত্র ও পেশাগত জীবনের পুঞ্জিভূত অভিজ্ঞতা থেকে এ বইখানা লিখিত। তারা দীর্ঘদিন দেওয়ানী বিচারক হিসেবে সুনামের সাথে বিচারকার্য পরিচালনা করতে গিয়ে যা শিখেছেন তাই এ বইয়ে সন্নিবেশিত করেছেন।

বইটিতে দেওয়ানী মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপে সুশৃঙ্খল স্তরবিন্যাস আলোচনা রয়েছে, যার ফলে বইটি নামকরণেও সার্থকতা পেয়েছে। এখানে প্রাসঙ্গিক আইন ও সর্বশেষ নজিরসমূহ উদাহরণ হিসেবে আনা হয়েছে। মোকদ্দমার একটি বিষয়বস্তু সম্পর্কে যতটুকু না জানলেই নয়, তা এখানে আলোচিত হয়েছে।

আইনের বিধানগুলো বাস্তবে কিভাবে প্রতিফলিত হয় শিক্ষার্থীরা এ বই থেকে সহজেই জানতে পারবেন। মানসম্মত পিল্গডিংস প্রস্তুত, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা, রায় লিখনসহ যাবতীয় বিষয় সুন্দরভাবে সন্নিবেশিত রয়েছে এখানে। সেদিক থেকে নবীন বিচারক, আইনজীবী ও আইন গবেষকদের কাছেও বইটি সমধিক গুরুত্বপূর্ণ। বইমেলায় জলধি প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এর প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য