- বইমেলা
- পতনের আগমুহূর্তে লম্ফঝম্প করছে সরকার: জোনায়েদ সাকি
পতনের আগমুহূর্তে লম্ফঝম্প করছে সরকার: জোনায়েদ সাকি

বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে জেলা গণসংহতি আন্দোলনের সম্মেলন
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দল হয়ে গেছে। এখন মিথ্যা প্রচারণা, ভয়ভীতি দিয়ে টিকে থাকার শেষ চেষ্টা করছে। এগুলো পতনের আগমুহূর্তের লম্ফঝম্প। আমাদের রাজপথ দখলের লড়াইয়ের প্রস্তুতি এখনই নিতে হবে।
শনিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে জেলা গণসংহতি আন্দোলনের প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন কৃষক-মজুর সংহতির কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন।
জোনায়েদ সাকি বলেন, আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলে সরকারের পতন ও শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব। গণমানুষের পক্ষের দল হিসেবে আমরা সাধারণ মানুষের বাঁচার অধিকার প্রতিষ্ঠা করব এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাবো।
গণসংহতি আন্দোলন বরিশালের সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম জেলার সমন্বয়কারী মারুফ রুমি, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য শামসুল আলম ও বরিশাল সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আরিফুর রহমান মিরাজ। সম্মেলনে দেওয়ান আব্দুর রশিদ নীলুকে সমন্বয়কারী ও আরিফুর রহমান মিরাজকে নির্বাহী সমন্বয়কারী করে জেলা গণসংহতি আন্দোলনের ১৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন