
ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়
স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ব্রুনাইয়ের দারুসসালাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সব আন্তর্জাতিক শিক্ষার্থী বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন।
'ব্রুনাই দারুসসালাম গভর্মেন্ট স্কলারশিপ'-এর আওতায় শিক্ষার্থীদের সব খরচ বহন করা হবে। টিউশন ফি মওকুফ, বিমান ভাড়া, চিকিৎসা ভাতা, আবাসন সুবিধা, খাবার খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
-প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।
-প্রার্থীদের পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
-আবেদনকৃত প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে হবে।
-ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ড স্কোর ৬.০ অথবা মিডিয়াম অব ইনস্ট্রাকশন সনদের প্রয়োজন হবে। তবে যাঁদের নেই, তাঁরাও আবেদন করতে পারবেন।ষডিগ্রি অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে। আবেদনের শেষ তারিখ :জুলাই ৩১, ২০২২
http://www.mfa.gov.bn/Pages/bdgs/bdgs2022.aspx
আমেরিকান ইউনিভার্সিটি
স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
'আমেরিকান ইউনিভার্সিটি এমার্জিং গ্লোবাল লিডার স্কলারশিপ'-এর আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন ব্যবস্থাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। তবে স্বাস্থ্য বীমা, বই, এয়ারলাইনস টিকিট ও বিবিধ খরচ বহন করবে না।
আবেদনের যোগ্যতা
- উচ্চ মাধ্যমিকে জিপিএ ৪-এর মধ্যে নূ্যনতম ৩.৮ পেতে হবে।
- নেতৃত্ব, স্বেচ্ছাসেবকতা, সম্প্রদায়ের সেবা এবং তাদের নিজ দেশে মানুষের চাহিদাকে এগিয়ে নেওয়ার সদিচ্ছা থাকতে হবে।
-ইংরেজিতে দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। টোফেল আইবিটিতে নূ্যনতম ৯৫ পেতে হবে অথবা আইইএলটিএসে নূ্যনতম ৭ পেতে হবে।
আবেদনের শেষ তারিখ : ডিসেম্বর ১৫, ২০২২।
https://www.american.edu/ admissions/international/au-egls-apply.cfm
মন্তব্য করুন