যুক্তরাজ্য ও চীনে বৃত্তি
বৃত্তি

.
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩:২১
যুক্তরাজ্য
লন্ডনের ইম্পেরিয়াল কলেজ দেবে স্কলারশিপ। পিএইচডি গবেষকরা পাবেন এ স্কলারশিপ। এর নাম ‘প্রেসিডেন্টস পিএইচডি স্কলারশিপ’। যুক্তরাজ্য এবং বিশ্বব্যাপী প্রতিভাবান শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শুধু নতুন পিএইচডি আবেদনকারীরা পড়তে পারবেন। ৫০ জন পাবেন প্রেসিডেন্টস পিএইচডি স্কলারশিপ। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৪ মার্চ।
সুযোগ-সুবিধা
l বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সাড়ে তিন বছরে নানা সুবিধা পাবেন।
lশিক্ষার্থীকে কোনো টিউশন ফি দিতে হবে না।
l জীবনযাত্রার খরচ চালানোর জন্য ২৫ হাজার ১৫০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ লাখ ৮২ হাজার টাকা) পাবেন শিক্ষার্থীরা। প্রতিবছর মিলবে এ অর্থ।
lপ্রথম তিন বছরের জন্য বছরে ২ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা) মিলবে ভোগ্য তহবিলের আওতায়।
lগ্র্যাজুয়েট স্কুলের ইভেন্টগুলোতে অংশগ্রহণের সুযোগ থাকছে।
lবিদেশি শিক্ষার্থীদের বিনামূল্যে ‘ইংরেজি ভাষার কোর্স’ এবং কলেজের বিভিন্ন ক্লাবে অ্যাকসেসের সুবিধা দেবে।
আবেদনের যোগ্যতা
lস্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং একাডেমিক সিজিপিএ ৩ থাকতে হবে ৪-এর মধ্যে।
l ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ড স্কোর ৬.৫ থাকতে হবে। প্রতিটি সেকশনে অন্তত ৬ থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট স্কলারশিপে আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে-
www.imperial.ac.uk/study/fees-and-funding/postgraduate-doctoral/ grants-scholarships/presidents-phd/?fbclid=IwAR0X0bDvb03w5PAfkLiIe_i6RZG4VYZnH4xAB7TyrT4-Net85zZVO3Re2w
চীন
চীনের শানডং ইউনিভার্সিটি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে। ২০২৪ সেশনের আবেদন প্রক্রিয়া উন্মুক্ত করেছে চীন সরকার। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
l আবেদনকারীকে চীন ছাড়া অন্য দেশের নাগরিক হতে হবে।
l ভালো মন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৩. স্নাতক প্রোগ্রামে আবেদন করার জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষা সম্পন্ন করতে হবে।
l স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করার জন্য অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।
l ডক্টরাল প্রোগ্রামে আবেদন করার জন্য অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে হবে।
lস্নাতক প্রোগ্রামে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২৫ বছরের কম হতে হবে।
l স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৩৫ বছরের কম হতে হবে।
l ডক্টরাল প্রোগ্রামে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের কম হতে হবে।
l আবেদনকারীকে এসডিইউ বৃত্তি পাওয়ার সময়কালে চীনা সরকারের অর্থায়নে অন্য কোনো বৃত্তি দেওয়া হবে না।
আবেদনের শেষ সময় : ১ মার্চ ২০২৪।
https://www.istudy.sdu.edu.cn/English/Scholarships/Shandong_University_Scholarship_for_International_.htm
গ্রন্থনা :: রাজিয়া আক্তার