ইরাসমুস মুন্ডুস

ইউরোপভিত্তিক ইরাসমুস মুন্ডুস প্রোগ্রামে টিউশন ফি, লাইব্রেরি ফি, পরীক্ষা ফি, গবেষণা-সংক্রান্ত ফি, বিমান খরচসহ জীবনযাত্রার অর্ধেক খরচ প্রদান করা হয়। যাঁরা ঘুরতে পছন্দ করেন, তাঁদের জন্য সুখবর হলো– একাধিক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি থাকায় এই স্কলারশিপের মাস্টার্স ও পিএইচডি কোর্সের শিক্ষার্থীরা কোর্স চলাকালে কমপক্ষে ২টি ভিন্ন দেশের ২টি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাবেন।

এই প্রোগ্রামের আওতায় ১৫০টি বিষয়ের ওপর স্কলারশিপ পাওয়া যায়, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো– প্রকৌশল, কৃষি, ভেটেরিনারি, ব্যবসায় প্রশাসন, স্বাস্থ্য ও কল্যাণ, আইন, গণিত, মানবিক ও কলাসহ নানা বিষয়।

শেভেনিং স্কলারশিপ ও কমনওয়েলথ মাস্টার্স স্কলারশিপ

শেভেনিং ও কমনওয়েলথ স্কলারশিপ যুক্তরাজ্যভিত্তিক প্রোগ্রাম। শেভেনিং স্কলারশিপের আওতায় শিক্ষার্থী টিউশন ফি, মাসিক ভাতা, নিজ দেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া-আসার ভাতা, ভিসা আবেদনের খরচ, নিজ দেশে  প্রস্থান ভাতা, যুক্তরাজ্যের শেভেনিং ইভেন্টগুলোতে অংশ নিতে  ভ্রমণ অনুদানসহ বিভিন্ন ভাতা পেয়ে থাকে।

সুইজারল্যান্ডের এক্সেলেন্স স্কলারশিপ

স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্নকারী বিদেশি শিক্ষার্থীদের জন্য সুইজারল্যান্ড সরকার ‘এক্সেলেন্স স্কলারশিপ’ দিয়ে থাকে। এ ছাড়া স্নাতক সম্পন্নকারী বিদেশি শিল্পীকেও এই স্কলারশিপ দেয় সুইস সরকার। কারা এই স্কলারশিপের জন্য বিবেচিত হবেন, তা নির্বাচন করে থাকে ফেডারেল কমিশন ফর স্কলারশিপ ফর ফরেন স্টুডেন্টস (এফসিএস)।