ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন চান পিলখানা হত্যাযজ্ঞে নিহত বিডিআরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া।

বুধবার তিনি জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুর কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম নেন।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। রাকিনের মা নাজনীন আহমেদকেও হত্যা করা হয়। রাকিন ২ জুন উপনির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ জানিয়ে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান। তিনি কয়েক বছর আগেই জাপায় যোগ দিয়েছেন। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য। পিলখানা হত্যাযজ্ঞে নিহত কর্নেল কুদরত এলাহীর ছেলে সাকিব রহমান জাপার আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক।

গুলশান, বনানী, বারিধারা এবং সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে রাকিন জাপার মনোনয়ন পাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রার্থী হিসেবে দলটির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের নামও শোনা যাচ্ছে। এদিকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে প্রার্থী করতে চান।

রাকিন বলেছেন, সেনা পরিবারের সন্তান হিসেবে সেনানিবাসে বড় হয়েছেন। একজন শহীদ সেনা পরিবারের সদস্য হয়ে একসময় ঢাকা-১৭ আসনের অলিগলিতে ঘুপচি ঘরে ঘুমাতে হয়েছে, অনাহারে-অর্ধাহারে থাকতে হয়েছে। প্রয়াত শহীদ পিতার আদর্শ বুকে নিয়ে এই এলাকার জন্য কিছু করতে চান তিনি।