ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

বৃত্তি-ফেলোশিপ-ইন্টার্নশিপ

থাকছে বিভিন্ন সুযোগ

থাকছে বিভিন্ন সুযোগ

জাবেদ ইকবাল

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

ইউএসআইপি পিস স্কলার ফেলোশিপ

ইউএসআইপি পিস স্কলার ফেলোশিপ প্রোগ্রাম ২০২৪-২০২৫ এর জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এই ফেলোশিপ প্রোগ্রামটি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, পিসবিল্ডিং এবং সিকিউরিটি স্টাডিজ নিয়ে পিএইচডি প্রার্থীদের অনাবাসিক ফেলোশিপ প্রদান করে।


বৃত্তির পরিমাণ
l২০,০০০ ইউএস ডলার পর্যন্ত উপবৃত্তি।
এই টাকা বৃত্তিপ্রাপ্ত ফেলোদের হাতে সরাসরি তিনটি ধাপে দেওয়া হবে।
যোগ্যতা
lআবেদনকারীকে আমেরিকা ব্যতীত অন্য কোনো দেশের নাগরিক হতে হবে।
lআমেরিকার যে কোনো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী হতে হবে। তবে আন্তর্জাতিক অথবা স্যাটেলাইট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে চলবে না।
lসফলভাবে সব প্রয়োজনীয় ক্লাসওয়ার্ক এবং একাডেমিক কোর্সের প্রয়োজনীয় পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে।
lযে কোনো বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবে।
lআবেদনের শেষ তারিখ : ২৮ নভেম্বর ২০২৩।
বিস্তারিত জানা যাবে usip.org

রোডস স্কলারশিপ

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি নিয়ে পড়ার সুযোগ আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তর ও পিএইচডিতে এ বৃত্তি নিয়ে পড়তে পারবেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। সম্পূর্ণ বিনা মূল্যে পড়ার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এ বৃত্তির নাম ‘রোডস স্কলারশিপ’। বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় এ বছরের জন্য জুলাই-অক্টোবর।
যোগ্যতাগুলো—
lআবেদনকারীর বয়স ১৮ থেকে ২৪ বছর হতে হবে;
স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য lস্নাতকোত্তর পাস হতে হবে;
lইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
lইংরেজিতে আইইএলটিএসের দক্ষতা সনদ লাগবে।
বিস্তারিত জানা যাবে–
https://www.rhodeshouse.ox.ac.uk/scholarships/the-rhodes-scholarship/


হেলমুট ভেইথ স্কলারশিপ

প্রতিবছর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ব্যতিক্রমী ও প্রতিভাবান নারী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে মাস্টার্সের সুযোগ দিয়ে থাকে হেলমুট ভেইথ স্টাইপেন্ড কর্তৃপক্ষ। এ ফান্ডের আওতায় শিক্ষার্থীরা অস্ট্রিয়ায় অবস্থিত ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পড়ার সুযোগ পাবেন। এখানে পড়াশোনা করে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা অর্জনের পাশাপাশি বিশ্বব্যাপী ক্যারিয়ার গড়ার এক অসামান্য সুযোগ পাবেন।
যেসব বিষয়ে পড়া যাবে
lলজিক অ্যান্ড কম্পিউটেশন
lবিজনেস ইনফরমেটিকস
lডাটা সায়েন্স
lমিডিয়া অ্যান্ড হিউম্যান সেন্টার কম্পিউটিং
lকম্পিউটার ইঞ্জিনিয়ারিং
আবেদনের শেষ তারিখ : ৩০ নভেম্বর ২০২৩।
বিস্তারিত জানা যাবে–https://www.vcla.at/helmut-veith-stipend/
[ইন্টার্নশিপের তথ্য আগামী সংখ্যায়]

আরও পড়ুন