ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি

যুক্তিই শক্তি, যুক্তিই মুক্তি’

যুক্তিই শক্তি, যুক্তিই মুক্তি’

ডিসিডিএস নতুন তার্কিক তৈরিতে ভূমিকা পালন করে

মো. খশরু আহসান

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

সৃষ্টির পর থেকেই পৃথিবীজুড়ে যেমন যুদ্ধ হচ্ছে, তেমনি শান্তির আলোচনাও চলছে। এক সময়ের ঢাল-তলোয়ারের যুদ্ধ এখন গড়িয়েছে চতুর্থ প্রজন্মের অস্ত্র, সুপারসনিকের পর অধিক শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিংবা শক্তিশালী মিসাইলে। সময়ের সঙ্গে আধুনিকতার পথেপ্রান্তরে আমরা আরেক ধরনের যুদ্ধের কথা শুনি। তর্কযুদ্ধ। তবে সেটি বিধ্বংসী পর্যায়ে নয়, শান্তিপূর্ণ পর্যায়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ডিবেটকে একটি প্রেক্ষাপট হিসেবে ধরা যায়। ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির ছোট্ট রুম এমন আলোচনায় মুখর থাকে নিয়মিত। যেখানে একজন বক্তা প্রমাণ করার চেষ্টা করেন কেন তাঁর অবস্থান সবচেয়ে ভালো। ডিসিডিএসের অন্যতম উদ্দেশ্যই এটি।

তারা বলছে, ‘যুক্তিই শক্তি, যুক্তিই মুক্তি’। ঢাকা কলেজ এই বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কলেজ। কলেজের অনুমোদিত ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস)। ২০১০ সালের ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ডিসিডিএস। লেখাপড়ার পাশাপাশি কলেজের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চা ও পরিশুদ্ধ বিতর্ক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংগঠনটি।

সারাদিনের ক্লাস কিংবা পরীক্ষার পর শিক্ষার্থীরা যখন ক্লান্ত শরীরে ঘরে ফেরার অপেক্ষায় থাকেন, ঠিক তখনই একদল তরুণ অডিটোরিয়াম পেরিয়ে চলে যান ডিবেটিং সোসাইটির রুমে। শিক্ষার্থীরা নতুন করে সতেজ হয়ে ওঠেন আলোচনার গোল টেবিলে। ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থীই আসেন ঢাকার বাইরে থেকে। ডিসিডিএস তাদের প্রকাশ করার জন্য একটি অন্যতম জায়গা। ডিসিডিএস নতুন বিতার্কিক তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।

কলেজের মুক্তমঞ্চে মাঝে মাঝেই গুরুত্বপূর্ণ দিবস যেমন–  আন্তর্জাতিক নারী দিবস, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিসিডিএস। মুক্তমঞ্চে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

ডিসিডিএসের উদ্দেশ্য শুধু বিতর্ক চর্চা ও বিতর্কে অংশগ্রহণ করা নয়, বরং সুস্থ বিতর্কের ধারাকে ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে ২০১৩ সালে প্রথমবারের মতো ঢাকা কলেজে আয়োজিত হয় ‘ডিসিডিএস প্রথম আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’। সেই থেকেই শুরু।

২০১৯ সালে বিভিন্ন সন্ত্রাস ও জঙ্গিবাদমূলক কর্মকাণ্ডের কারণে দেশের মানুষ যখন অস্থির, তখন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি তরুণ প্রজন্মকে সচেতন করার উপায় খুঁজতে থাকে। ডিসিডিএসের অর্জনের হিসাবও বেশ লম্বা।  ২০২০ সালে বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা কলেজ। এ ছাড়া এটিএন বাংলা আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয় ঢাকা কলেজের স্নাতক পর্যায়ের বিতার্কিকরা।

শুধু তাই নয়, বুটেক্স ডিসি আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক-২০২২ এ চ্যাম্পিয়ন, নটর ডেম আয়োজিত বিজনেস ফেস্ট-২০২২ এ চ্যাম্পিয়ন, সম্প্রতি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃকলেজ বিতর্ক-২০২৩ এ চ্যাম্পিয়ন, পঞ্চম জিএসসিডিসি আন্তঃকলেজ বিতর্ক-২০২৩ চ্যাম্পিয়ন ও এসএসএডিসি আয়োজিত আন্তঃকলেজ বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা কলেজ। ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে একাধিক দল বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে থাকে। ঢাকা কলেজ  ডিবেটিং সোসাইটি বিশ্বাস করে, গঠনমূলক আলোচনা সমালোচনার মাধ্যমে ও যুক্তিসংগত উপায়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। তাইতো তারা বজ্রকণ্ঠে স্লোগান দিয়ে বলে — ‘দ্রোহের অনলে পুড়ে যাক সব বাধা, যুক্তি হোক পাথেয়’।

আরও পড়ুন