ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ক্যাম্পাস সংবাদ

এআইইউবিতে স্থাপত্য সপ্তাহ অনুষ্ঠিত

এআইইউবিতে স্থাপত্য সপ্তাহ অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪ | ০৯:১৩

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) স্থাপত্য সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ এ আয়োজন করে। স্থাপত্য সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের তিন শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ের ওপর স্থাপত্য নকশা প্রতিযোগিতা, স্থাপত্য প্রদর্শনী, বক্তৃতা ও কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন।
অনুষ্ঠানে আরও ছিলেন– এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রেসিডেন্ট স্থপতি ড. খন্দকার সাব্বির আহমেদ, রেজিস্ট্রার, প্রকৌশল অনুষদের ডিন, স্থাপত্য বিভাগের প্রধান আরেফিন ইব্রাহিম প্রমুখ। 

আরও পড়ুন

×