ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রদর্শনী

শিল্পকর্মের ভাষায় নগরের বিক্ষুব্ধতা

শিল্পকর্মের ভাষায় নগরের বিক্ষুব্ধতা

'নামের নকশা' শিরোনামের একক চিত্র প্রদর্শনীতে দর্শকরা - সমকাল

লতিফুল ইসলাম

প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ মার্চ ২০২২ | ১৭:০৬

অপরিকল্পিত নগর ব্যবস্থা, নগরের হানাহানি, কাটাকাটি, নীচু শ্রেণির মানুষের দুঃসহ জীবন; আরেকদিকে সমাজের উচ্চ শ্রেণির মানুষের ও শাসক শ্রেণির জীবন। মোহাম্মদপুরের 'কলাকেন্দ্রে' শিল্পী শামসেত তাবরেজীর 'নামের নকশা' শিরোনামে একক চিত্র প্রদর্শনীতে নগরজীবনের এ বিক্ষুব্ধতার প্রকাশ ঘটেছে। এ চিত্র প্রদশর্নীতে শিল্পী শামসেত তাবরেজীর ৬০টি ছবি প্রদর্শিত হচ্ছে। শিল্পী মূলত লেখক। ছবি আঁকায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। মাসব্যাপী এ চিত্র প্রদর্শনী চলবে আগামী ১১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।

প্রদর্শনীর একটি অংশের ছবিতে তিনি অপরিকল্পিত নগরায়ণকে নিয়ে এসেছেন। সে নগর গড়ে উঠেছে প্রকৃতিকে গ্রাস করে। অথচ এ নগর হওয়ার কথা ছিল হলুদ সরিষা ক্ষেতের মতো রঙিন। কিন্তু বিচ্ছিন্নতা, যানজটে নগর নষ্ট হয়ে গেছে। মানুষের মনের কোমলতা সেখানে নেই। আরেক ছবিতে তিনি এঁকেছেন একদিকে ফসলের মাঠ, আরেকদিকে অন্ধকার সমাজ। এ সমাজ সবুজ ধ্বংস করছে। নদীর নৌকা ও মাছ হারিয়ে যাচ্ছে নগরায়ণের মাধ্যমে।

এ শহরে জন্মগ্রহণ করে শিল্পী ৬০ বছর ধরে দেখেছেন শহরের দৃশ্য। দেখেছেন রাষ্ট্রব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা। তিনি পত্রিকার কাগজে ছবি এঁকেছেন। কাগজে রাষ্ট্রের বাজেটের খবর। সেই খবরের কাগজের ওপরে রংতুলি দিয়ে এঁকেছেন উঁচু-নীচু শ্রেণির শোষণ, বাজেট আর উপার্জনের চিত্র।

গুণী এ শিল্পী মূলত একজন লেখক। লেখালেখির মাধ্যমে মনের ভাষা প্রকাশ করতেন। যখন তিনি ছবি আঁকা শুরু করেন তখন এ প্রকৃতিতে আসে করোনার থাবা। তিনি তার শিল্পকর্মের মধ্যে করোনার এ চিত্র ফুটিয়ে তুলেছেন রংতুলির আঁচড়ে। করোনার কারণে জীবন তার খেই হারিয়েছে। মানুষের নিয়মিত অভ্যাসে পরিবর্তন আসে। মানুষ কাজে যেতে পারে না। খাবার নেই। এখানে-সেখানে পড়ে আছে মৃত মানুষ। তার ছবিতে একটা প্রাণী কোথায় যেন শুয়ে আছে, আরেকদিকে মানবদেহের খণ্ড, একটি বীভৎস নারী।

শিল্পী ও গবেষক সিলভিয়া নাজনীন এ শিল্পীর শিল্পকর্ম নিয়ে বলেন, তাবরেজীর ছবিতে ড্রয়িংয়ের নিয়মাবলি, আলো-ছায়ার ব্যবহার ইত্যাদিসহ কোনো ধরনের একাডেমিক চিহ্ন নেই। আর এটাই তাবরেজীর বৈশিষ্ট্য।

আরও পড়ুন

×