ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

হত্যার পর নারীকে মাটি চাপা দিয়ে রেখেছিল দুর্বৃত্তরা

হত্যার পর নারীকে মাটি চাপা দিয়ে রেখেছিল দুর্বৃত্তরা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২ | ০৫:৫৩ | আপডেট: ১৬ এপ্রিল ২০২২ | ০৫:৫৩

মাথা মাটির নিচে চাপা দেওয়া। শরীরের বাকি অংশ বাইরে। সালোয়ার-কামিজ পরা। শনিবার সকালে রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় এমন এক নারীর মরদেহ দেখে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করে জানান প্রত্যক্ষদর্শীরা। খিলক্ষেত থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি হত্যাকাণ্ড। শ্বাসরোধে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে। নারীর আনুমানিক বয়স ২৫ বছর। পরিচয় মেলেনি। পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কুড়িল ফ্লাইওভার থেকে ৩০০ ফিটের দিকে যে সড়কটি নেমেছে, তার অদূরেই তরুণীর মরদেহ পড়েছিল। দুপুরে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। মরদেহ অজ্ঞাত হিসেবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

খিলক্ষেত থানার ওসি মুন্সি ছাব্বীর আহম্মদ সমকালকে বলেন, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের যেকোনো সময় তরুণীকে হত্যার পর মরদেহের মাথার অংশ মাটি চাপা দেওয়া হয়েছে। নিহতের পরিচয় এবং হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তিনি জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি মরদেহের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে।

৩০০ ফিট এলাকা ও কুড়িল ফ্লাইওভারে এক সময় প্রায়ই মরদেহ উদ্ধারের ঘটনা ঘটতো। বিভিন্ন স্থানে খুন করার পর সেখানে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। ২০২০ সালের ৩ জানুয়ারি গভীর রাতে ফ্লাইওভারের খিলক্ষেত অংশে গলায় মাফলার পেঁচানো অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এর ২৪ দিন আগে ২০২৯ সালের ৯ ডিসেম্বর রাতে আক্তার হোসেন নামে এক যুবকের মরদেহ পাওয়া যায় একই ফ্লাইওভারে। ২০১৫ সালের অক্টোবরে কুড়িল বিশ্বরোডে কাকলী বিশ্বাস নামে 

এক গৃহবধূর গলার চেইন ও টাকা ছিনতাইয়ের পর তার স্বামীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে ছিনতাইকারীরা।


আরও পড়ুন

×