হাজারীবাগ থানা পুলিশের হেফাজতে যুবকের মৃত্যু

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২২ | ১৩:১১ | আপডেট: ১৩ মে ২০২২ | ১৩:১১
রাজধানীর হাজারীবাগ থানা পুলিশের হেফাজতে মিজানুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ইয়াবা ও গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম জানান, গোপন খবরের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। থানায় নেওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। অস্বাভাবিকভাবে ঘামতে থাকে তার শরীর। পরে থানা ফটক থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ বলছে, তিনি মাদকাসক্ত ও মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে।
এ বিষয়ে মৃতের স্বজনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বারবার মোবাইল ফোনে কল করা হলেও তারা রিসিভ করেননি।
হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানান, চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গসূত্র জানায়, মৃতের শরীরে আঘাতের চিহ্ন ছিল না।