ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সেই পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা

সেই পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা

‘সঠিক পরিমাণে তেল চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন ইশতিয়াক।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৮:৩০ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৮:৫৮

জ্বালানি তেল কম দেওয়ায় রাজধানীর কল্যাণপুরের এক পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমান আদালত। অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ওই পেট্রোল পাম্পের নাম সোহরাব ফিলিং স্টেশন। 

ইশতিয়াক হোসেন নামে এক যুবকের অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার এই অভিযান চালানো হয়। 

তেল কম দেওয়ার বিষয়টি ভোক্তা অধিকার গুরুত্বের সাথে আমলে নিয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতারণা বন্ধ এবং গ্রাহকরা যেন আর না ঠকেন, সেদিকে খেয়াল রাখতে হবে।

ইশতিয়াক বলেন, সোমবার বেলা ১০টার দিকে আমি শ্যামলী থেকে মিরপুরের বিআরটিএ কার্যালয়ে যাচ্ছিলাম। পথে ৪ নম্বর দক্ষিণ কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশন থেকে মোটরসাইকেলে ৫০০ টাকার অকটেন নিই। কিন্তু সামনে মিটার থাকলেও তেল সরবরাহকারী সরে পেছনে গিয়ে দাঁড়াতে বলেন। একটু দূরে গাছের আড়ালে গেলে মোটরসাইকেলে তেল দেওয়া হয়। তখন তেল কম দেওয়ার বিষয়টি বুঝতে পারি। ৫০০ টাকার ভাউচার পেলেও সঠিক পরিমাণে তেল পাইনি বলে অভিযোগ করি। ডিপো কর্তৃপক্ষকে মোটরসাইকেল থেকে তেল বের করে মাপতে বলি। কিন্তু তারা তা করেনি।

পরে তেল কম দেওয়ায় পাম্পের সামনে অবস্থান করেন ইশতিয়াক। ‘সঠিক পরিমাণে তেল চাই’ লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে সকাল ১১টা থেকে এ অবস্থান নেন তিনি। এরপর আজ অভিযান চালায় বিএসটিআই। তাতে পরিমাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) রিয়াজুল হক বলেন, মাপে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় সোহরাব ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

whatsapp follow image

আরও পড়ুন

×