ডিবিসির সাংবাদিক জুয়েলের ওপর হামলায় জড়িত ৮ জন গ্রেপ্তার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১২:৫৫ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ১২:৫৫
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও তার ক্যামেরা পার্সনের ওপর হামলার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ওই সাংবাদিক রাজধানীর তালতলা এলাকায় ভিক্টর ট্রেডিং করপোরেশনের দুর্নীতি সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে এই ঘটনা ঘটে। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় নাক, কান ও গলা (ইএনটি) ইনস্টিটিউটে চিকিৎসা যন্ত্রাংশ সরবরাহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
আহত দুই সাংবাদিককে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হামলার ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার ৮ জন হলো— ভিক্টর ট্রেডিং করপোরেশনের কর্ণধার কাওছার ভুইয়াম তার কর্মী মো. হাফিজ, মহসিন ভুইয়া, সুমন মিয়া, মাসুম বিল্লাহ, মাহবুব হোসেন, আসিফ আকবর ও মো. মাকসুদুল্লাহ।
আহত সাংবাদিক সাইফুল জুয়েল জানান, প্রতিষ্ঠানটিতে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রথমে ক্যামেরাপার্সন আজাদ আহমেদকে মারধর, ক্যামেরা ভাংচুর করে ভিডিও ফুটেজ মুছে দেওয়া হয়। পরে ক্যামেরা ফেরত চাইলে কাওছারের ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তাদের এলোপাতাড়ি মারধর করে আটকে রাখে। তখনো তাদের এলোপাতাড়ি কিল ঘুষি ও গলা চেপে ধরে হত্যা চেষ্টা চালায়। খবর পেয়ে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
হামলার শিকার সাইফুল জুয়েল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য।
অপরাধ বিষয়ক ওই সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল সমকালকে বলেন, তাদের একজন সদস্যকে মারধর করে আটকে রাখার খবরে ঘটনাস্থলে ছুটে যান। পাশাপাশি জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করলেও তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্র্যাব আক্রান্ত সাংবাদিকের পাশে থাকবে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া সমকালকে বলেন, সাংবাদিকদের ওপর হামলায় জড়িত এজাহারভুক্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় আর কেউ জড়িত ছিল কি-না তা গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করে বের করা হবে।