ঋণের কিস্তির চাপে গৃহকর্মীর ‘আত্মহত্যা’
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১৩:৩৬ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ১৩:৩৬
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় ঋণের কিস্তির টাকার চাপে ডলি আক্তার (৩৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার রাতে ওই নারীকে স্বজনরা অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি স্বামী ও দুই শিশু ছেলে নিয়ে রায়েরবাগের একটি বাসায় ভাড়া থাকতেন।
ডলি আক্তারের স্বামী মিজানুর রহমান মিঠু বলেন, শ্বশুর তাকে জামিনদার রেখে আল-ফালাহ কো-অপারেটিভ সোসাইটি থেকে তিন লাখ টাকা ঋণ নেন। শ্বশুর সেই ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় কো-অপারেটিভ সোসাইটির লোকজন তাকে চাপ দিতে থাকে। কিস্তির টাকা নেওয়ার জন্য বারবার তারা বাসায় এসে গালমন্দ শুরু করে। প্রতিবেশিরাও বিষয়টি ভালোভাবে নেয়নি। এজন্য অভিমানে তার স্ত্রী বাসার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।
অভিযোগের বিষয়ে জানতে আল-ফালাহ কো-অপারেটিভ সোসাইটির কিস্তি আদায় করতে যাওয়া প্রতিনিধিদের কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত নারীর স্বামীর বক্তব্য তারা নিয়েছেন। বিষয়টি গুরুতর হওয়ায় তা সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। থানা পুলিশ ঘটনার তদন্তে করবে। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।