আলোক হেলথকেয়ারের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আলোক হেলথকেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ০২:৪০ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ০২:৪০
আলোক হেলথকেয়ার লিমিটেডের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ১৬ আগস্ট। এ উপলক্ষে গত ২২ আগস্ট বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে আলোক।
দিনটিতে আলোকের সকল শাখা সুসজ্জিত করা হয়, সকল গ্রাহককে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং সকল গ্রাহককে বিশেষ মূল্য ছাড় দেওয়া হয়।
আলোকের ২০০ জন স্বনামধন্য চিকিৎসক নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত স্বনামধন্য চিকিৎসকরা অংশগ্রহণ করেন। সভায় আলোক হেলথকেয়ার লিমিটেডের চেয়ারম্যান এম. এ. মজিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন এবং প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিশিষ্ট সমাজসেবক ও সফল উদ্যোক্তা, আলোক হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় তিনি আলোক হেলথকেয়ার লিমিটেডের সুদীর্ঘ বর্ণাঢ্য পথচলার বর্ণনা দেন।
এদিন আলোক হেলথকেয়ারে সদ্য সংযোজিত অত্যাধুনিক মেশিন সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরা তাদের মতামত প্রকাশ করেন। তাদের বক্তব্যে উঠে আসে, নতুন মেশিন দুটি সংযোজন বাংলাদেশের চিকিৎসা খাতে এক নতুন মাইল ফলক স্থাপন করেছে। আলোক হেলথকেয়ারের এই অর্জন বাংলাদেশের চিকিৎসা খাতকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। - সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- আলোক হেলথকেয়ার