ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

রাজধানীতে টেলিভিশন শোরুমে আগুন

রাজধানীতে টেলিভিশন শোরুমে আগুন

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ০৭:২২ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ০৮:৩৪

রাজধানীর পল্টন বিজয়নগরে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশন শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ আগস্ট) বিকেলে হোটেল ৭১-এর গলিতে ঘটনাটি ঘটে।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর পল্টন থানার বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টিভির শোরুমে আগুন লেগেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। এরপর আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। সবশেষ খিলগাঁও ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন

×