ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বাবার সঙ্গে বিরোধের জেরে ৯ বছরের শিশুকে ছুরিকাঘাত

বাবার সঙ্গে বিরোধের জেরে ৯ বছরের শিশুকে ছুরিকাঘাত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১১:০৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ১৪:৩০

বাবার সঙ্গে বিরোধের জের ধরে মোহাম্মদ ইউসুফ নামে ৯ বছরের শিশুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক যুবক। বুধবার রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের সময় শিশুটি তার বাবার দোকানে ছিল। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলছেন, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিশুটির বাবার সঙ্গে ব্যবসায়িক বিরোধ ছিল দোকানের মালিকের। এর জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছুরিকাঘাত করা সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মাদ্রসাপড়ুয়া ইউসুফ তার পরিবারের সঙ্গে ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় থাকে। বুধবার সে তার বাবার দোকানে যাওয়ার জন্য বায়না ধরে। পরে নানা কবির হোসেন তাকে সিটি সুপার মার্কেটে তার বাবা মোহাম্মদ আলীর দোকানে নিয়ে যান। দুপুর ২টার দিকে শিশুটি দোকানের সামনে হাঁটাহাঁটি করছিল। তখন হঠাৎ সাইফুল এসে তাকে ছুরিকাঘাত করে। এসময় শিশুর চিৎকার শুনে মার্কেটের লোকজন ছুটে গিয়ে সাইফুলকে আটক করে পুলিশে দেয়।

শিশুটির বাবা মোহাম্মদ আলী জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই মার্কেটে ব্যাবসা করে আসছেন। তার নিজের একটি দোকান আছে। পাশাপাশি সাইফুলদের কাছ থেকে ভাড়া নিয়ে আরেকটি দোকানে লুঙ্গির ব্যবসা করছেন। সেখানেই বেড়াতে এসেছিল ইউসুফ।

ঘটনার সময় মোহাম্মদ আলী নামাজে গিয়েছিলেন। ফিরে এসে ছেলেকে ছুরিকাঘাতের কথা জানতে পারেন তিনি। ছুরিকাঘাতের কারণ ব্যাখ্যা না করতে পারলেও 'হিংসাবশত' সাইফুল এ ঘটনা ঘটায় বলে ধারণা শিশুটির বাবার।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুটি চিকিৎসাধীন রয়েছে। তার দুই হাত-পা ও পেটে ছুরিকাঘাতের জখম রয়েছে।

আরও পড়ুন

×