‘ইডেনে ছাত্রী নিপীড়ন ছাত্রলীগের দখলদারিত্বের বহিঃপ্রকাশ’

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা।
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ২২:৩৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ২২:৫৫
ইডেন কলেজে ছাত্রলীগের সভাপতি কর্তৃক ছাত্রীকে নিপীড়ন ছাত্রলীগের দখলদারিত্বের বহিঃপ্রকাশ মন্তব্য করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখা। ইডেন কলেজে শিক্ষার্থী নিপীড়ন ও সিট বাণিজ্যের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন সংগঠনের নেতাকর্মীরা।’
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদবিজ্ঞপ্তিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদ এবং সাধারণ সম্পাদক অরূপ দাস শ্যাম এসব কথা জানান।
বিবৃতিতে তারা বলেন, কলেজগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নেই। ক্যাম্পাসে ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির বক্তব্যে এসেছে তারা অধ্যক্ষের চেয়েও শক্তিশালী। তারা যা চাইবে, তাই হবে, মেরুদণ্ডহীন কলেজ প্রশাসনের করার কিছু নেই। ইডেন কলেজ ছাত্রলীগের দখলদারিত্ব ও সিট বাণিজ্যে প্রশাসন নীরব ভূমিকা পালন করে ইন্ধন যুগিয়েছে।
তারা আরও বলেন, গণমাধ্যমে প্রচারিত ফুটেজে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতির এক বক্তব্যে ২ শিক্ষার্থীকে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। যা নিয়ে সমালোচনা শুরু হয় এবং এরই পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক থেকে ছাত্রলীগ সভাপতি ভুল স্বীকার করে বক্তব্য দেন।
‘পরবর্তীতে আবার ভুক্তভোগী দুই শিক্ষার্থীকে ‘ওইদিনের বক্তব্য একটা যড়যন্ত্রের স্বীকার হয়ে তারা দিয়েছে’ তা স্বীকার করাতে প্রায় ৬ ঘণ্টা নির্যাতন করে। কিছুদিন আগে কলেজ প্রশাসনের ইন্ধনে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সংগঠনের নেতাকর্মীদের নানাভাবে হুমকি প্রদান, সংগঠনের কার্যক্রমে বাধা প্রদান ও লাঞ্ছিত করেছে। এটা শুধু ইডেনের চিত্র নয়, এই রকম দখলদারিত্ব ও ভীতির পরিবেশ সব ক্যাম্পাসেই বিরাজমান।’
তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ছাত্রলীগের একটা নোটিশের দিকে আমরা তাকালেই দেখতে পাব কীভাবে ছাত্রলীগ এখানে সব কিছু নিয়ন্ত্রণ করছে। হলে থাকতে হলে অন্য আর কোনো সংগঠন করা যাবে না। ছাত্রলীগের সব নিয়ম মেনে চলতে হবে, তাদের কর্মসূচিতে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
‘এভাবে আওয়ামী সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ফ্যাসিস্ট কায়দায় ভিন্নমতকে দমন করছে। ছাত্রদের যে কোনো আন্দলনে তারা কখনও হেলমেট বাহিনীর বা কখনও হাতুড়ি বাহিনী দিয়ে নিপীড়ন চালাচ্ছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক পরিবেশ হুমকির মুখে পড়েছে এবং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।’
- বিষয় :
- ইডেন মহিলা কলেজ
- ছাত্রলীগ