ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বাসার ছাদে মিলল সাত মাসের সন্তানের লাশ!

বাসার ছাদে মিলল সাত মাসের সন্তানের লাশ!

প্রতীকী ছবি

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ১০:১৩ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ১০:১৩

সাত মাস বয়সী ফুটফুটে শিশু রোমান। বনানীর ২২ নম্বর বস্তি এলাকায় রোমানের পরিবার বসবাস করে। গত মঙ্গলবার বিকেল থেকে হঠাৎ করে রোমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে না পেয়ে তার পরিবার বনানী থানা পুলিশকে খবর দেয়। বস্তির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে, ছোট্ট রোমানকে কোলে নিয়ে ঘুরতে দেখা গেছে কিশোর শাহিদুলকে। শাহিদুল আর রোমানদের বাসা পাশাপাশি। এরপর পুলিশ শাহিদুলকে খুঁজে বের করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

প্রথমে রোমানের কথা পুরোপুরি চেপে যায় শাহিদুল। একপর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ নম্বর বস্তি এলাকার একটি বাসার ছাদের ওপর পুরোনো ময়লা জিনিসপত্রের নিচ থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

এই দৃশ্য দেখে মূর্ছা যান রোমানের বাবা আইনুল ইসলাম ও মা হনুফা খাতুন। এ ঘটনায় জড়িত সন্দেহে শাহিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্তও সম্পন্ন করা হয়।

বনানী থানার এসআই মেহেদী হাসান জানান, দুই দশকের বেশি সময় ধরে আইনুল ইসলাম তাঁর পরিবার নিয়ে বনানী ২২ নম্বর বস্তি এলাকায় বসবাস করে আসছেন। মঙ্গলবার বিকেলে সাত মাসের সন্তানকে ঘরে রেখে রান্না করছিলেন আইনুলের স্ত্রী হনুফা। হঠাৎ করে সন্তানকে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিবেশীদের কেউ কেউ জানান, রোমানকে কোলে নিয়ে বস্তি এলাকায় শাহিদুলকে ঘুরতে দেখা যায়।

মেহেদী আরও জানান, গ্রেপ্তার শাহিদুলের দাবি, বাসার ছাদে খেলার সময় শিশুটি পড়ে গিয়েছিল। এরপর নিস্তেজ হয়ে পড়লে তাকে ছাদের ওপর ময়লা-আবর্জনা দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছিল। তবে শাহিদুলের ভাষ্য পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। কারণ, শিশুটি দোতলা থেকে পড়ে গেলে শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন থাকার কথা। সে ধরনের কোনো চিহ্ন নেই।

রোমানের চাচাতো ভাই জাকির হোসেন জানান, আইনুল দুটি বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রীর সংসারের তিন সন্তানের মধ্যে রোমান ছোট। তিতুমীর কলেজের সামনের সড়কে ভ্যানে সবজি বিক্রি করেন রোমানের বাবা। শাহিদুলের পরিবারের সঙ্গে আইনুলের পুরোনো বিরোধ রয়েছে। তার এক আত্মীয়কে বিয়ে করেন শাহিদুলের বড় ভাই। সম্প্রতি ওই বিয়ে ভেঙে যায়। এরপর শাহিদুলের পরিবারের ধারণা, বিয়েটি ভাঙার পেছনে আইনুল ও তাঁর স্ত্রীর হাত রয়েছে। ওই ক্ষোভ থেকে রোমানকে হত্যা করা হতে পারে।

জাকির জানান, আইনুলের গ্রামের বাড়ি সিলেটের আজমিরীগঞ্জে। বনানীর ২২ নম্বর বস্তিতে দীর্ঘদিন বসবাস করায় এলাকার সবার কাছে পরিচিত মুখ তিনি। রোমানের এ ঘটনা জানাজানি হলে বস্তিতে শোকের ছায়া নেমে আসে। তদন্ত করে আসল ঘটনা বের করা উচিত।

আরও পড়ুন

×