ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সিটিটিসির সংবাদ সম্মেলন

৭০-৮০ তরুণ নতুন জঙ্গি সংগঠনে, গ্রেপ্তার ৫

৭০-৮০ তরুণ নতুন জঙ্গি সংগঠনে, গ্রেপ্তার ৫

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের হাতে গ্রেপ্তার নতুন জঙ্গি সংগঠনের ৫ সদস্য - সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকস্ফীয়ার পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। বুধবার রাজধানীর ডেমরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর পর গতকাল বৃহস্পতিবার ডেমরা থানার মামলায় আদালতের মাধ্যমে তাদের দু'দিনের রিমান্ডে নেওয়া হয়।

আসামিরা হলো- মো. আব্দুল্লাহ (২২), তাজুল ইসলাম (৩৩), মো. জিয়াউদ্দিন (৩৭), মো. হাবিবুল্লাহ (১৯) ও মাহমুদুল হাসান (১৮)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান। তিনি জানান, গ্রেপ্তার হাবিবুল্লাহ ও মাহমুদুল জিহাদের প্রশিক্ষণ নিতে ঘর ছেড়েছিল। ঘরত্যাগীদের থাকা-খাওয়া ও প্রাথমিক প্রশিক্ষণের ব্যবস্থা করত আব্দুল্লাহ, তাজুল ইসলাম ও জিয়াউদ্দিন। ২০২১ সাল থেকে এ পর্যন্ত ৭০-৮০ যুবক এই সংগঠনে যুক্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন সংগঠনের প্রথম আমির মাইনুল ইসলাম ওরফে রক্সি ২০২১ সালে সিটিটিসির হাতে গ্রেপ্তার হয়। তবে সংগঠনের মূল মাস্টারমাইন্ড শামিন মাহফুজ ওরফে স্যার। তাকেও ডিবি ২০১৪ সালে গ্রেপ্তার করেছিল। ২০১৫ সালে গ্রেপ্তারের পর রক্সি ও শামিন কারাগারে ২১ আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ড পাওয়া আবু সাঈদের সংস্পর্শে এসে নতুন সংগঠনের পরিকল্পনা করে। পরে জামিনে বেরিয়ে তারা কার্যক্রম শুরু করে।

আগামী জাতীয় নির্বাচন ঘিরে নতুন জঙ্গি সংগঠনের কোনো পরিকল্পনা ছিল কিনা- এমন প্রশ্নে সিটিটিসি প্রধান বলেন, 'হয়তো থাকতে পারে। তবে শামিনকে গ্রেপ্তারের আগে বিস্তারিত বলা যাচ্ছে না। শামিন ক্যাডেট কলেজে অধ্যয়নের সময় ছাত্রশিবির করত। এ জন্য তাকে বের করে দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে জঙ্গিবাদে জড়ায়।'

whatsapp follow image

আরও পড়ুন

×