ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

জলবায়ু পরিবর্তনের কারণেই রাজধানীতে ডেঙ্গু বেড়েছে: মেয়র তাপস

জলবায়ু পরিবর্তনের কারণেই রাজধানীতে ডেঙ্গু বেড়েছে: মেয়র তাপস

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ১৩:২৯ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২ | ১৩:৩০

জলবায়ু পরিবর্তনের কারণেই রাজধানীতে মশার দৌরাত্ম্য বেড়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এবার বর্ষা মৌসুম বর্ধিত হয়েছে। সেপ্টেম্বরের পর থেকেই হঠাৎ করে বিভিন্ন মাত্রায় এবং থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার কারণে ডেঙ্গু রোগের বিস্তার দেখা যাচ্ছে। অথচ সেপ্টেম্বরের পর থেকে ডেঙ্গু রোগের বিস্তার কমে আসার কথা। এটা জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে। তবে ডিএসসিসি এলাকায় এখনো ডেঙ্গু নিয়ন্ত্রণে আছে।

বুধবার পোস্তগোলা শ্মশানঘাটের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

ডিএসসিসি মেয়র বলেন, ১ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে এখানে শৌচাগার, নতুন করে গ্যাস চুল্লিসহ আধুনিক শ্মশান তৈরি হবে। সকল রকম সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়াও এখানে যারা থাকেন তাদের বসবাসেরও একটি ব্যবস্থা করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ডিএসসিসির বিভিন্ন মার্কেটে বিভিন্ন চক্র বিভিন্ন সময়ে কাগজ বানিয়ে অবৈধভাবে দোকান নিয়েছে, দখল করেছে এবং তারা তাদের মতো করে নানারকম অবকাঠামো নির্মাণ করেছে। এতে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। নীলক্ষেতেও অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। তবে প্রকৃত দোকানীদের কেউ উচ্ছেদ হলে তাকে অবশ্যই দোকানের ব্যবস্থা করা হবে। প্রকৃত ব্যবসায়ী ও দোকানীর কাছে ডিএসসিসি দায়বদ্ধ। তবে অবৈধভাবে যারা ছলচাতুরী করে তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

এ সময় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×