ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বাড়িওয়ালার ধাক্কায় ভাড়াটিয়ার মৃত্যু

বাড়িওয়ালার ধাক্কায় ভাড়াটিয়ার মৃত্যু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ০৫:৫৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ০৫:৫৩

রাজধানীর ভাষানটেকের কচুক্ষেত এলাকায় বাকবিতণ্ডতার একপর্যায়ে বাড়িওয়ালার ধাক্কায় এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম শামসুল হক (৬৬)। এ ঘটনায় বাড়িওয়ালা আতিয়ার রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মৃতের স্বজনদের সূত্রে জানা যায়, শামসুল হকের বাড়ি বরিশাল। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন। কচুক্ষেতে তামান্না কমপ্লেক্সের পেছনে একটি টিনশেড বাসায় তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

সম্প্রতি তাকে বাসা ছেড়ে দিতে বলেন মুকুল। বাসা না ছাড়ায় রোববার সন্ধ্যার পর তিনি আবারও তাগাদা দিতে যান। তখন তাদের বাকবিতণ্ডা হয়। এর মধ্যে মুকুল ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিলে শামসুল হক পড়ে গিয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাষানটেক থানার ওসি এ বি এম আসাদুজ্জামান জানান, এ ঘটনায় মৃতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে বাড়িওয়ালার দাবি, অন্য ভাড়াটিয়ারা শামসুল হকের ব্যাপারে আপত্তি জানিয়েছিল। এ কারণে তাকে বাসা ছেড়ে দিতে বলা হয়েছিল।

আরও পড়ুন

×