বিজয় দিবসে যান চলাচলে বিধিনিষেধ

ডিএমপি ট্রাফিক বিভাগের সৌজন্যে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ০৬:৪৩ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ | ২১:৪১
পুলিশ জানায়, বিজয় দিবসের প্রত্যুষে পুষ্পাঞ্জলি অর্পণ করতে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে ১৫ ডিসেম্বর রাত সাড়ে ৩টা থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরীসহ বড় যানগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
এক্ষেত্রে বিকল্প হিসেবে ঢাকা বিমানবন্দর সড়ক-আবদুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়কের কথা উল্লেখ করেছে পুলিশ। একইভাবে আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনগুলোকেও নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশের কথা বলা হয়েছে।
এ ছাড়া টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকামুখী যানবাহনগুলোকে কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে।
- বিষয় :
- বিজয় দিবস
- যানবাহন চলাচল
- বিধিনিষেধ