ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল রেলওয়ের কর্মচারীর

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল রেলওয়ের কর্মচারীর

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৫:০০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৫:৩৭

রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মো. কামরুজ্জামান খোকন নামে এক রেলওয়ের কর্মচারী নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে সাতটায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান খোকন 'রংপুর এক্সপ্রেস' ট্রেনের ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দায়িত্বে থাকা ঢাকা রেলওয়ে থানার এস আই মো. কামরুল হাসান সমকালকে জানান,রংপুর থেকে ছেড়ে আসা ‘রংপুর এক্সপ্রেস’ নামে একটি ট্রেনে করে ঢাকা পৌঁছান কামরুজ্জামান খোকন। সকাল পৌনে সাতটায়  বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নেমে কাজ শেষে আবারও ট্রেনে উঠার সময় অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।  এ সময় তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কর্মরত রেলওয়ের পুলিশ ও নিরাপত্তা সদস্যরা।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান,ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ রেলওয়ে কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে লাশটি গ্রহণ করেন নিহতের ভগ্নিপতি মাসুদ।

এস আই কামরুল জানান, চলতি মাসেই টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে বনানী স্টেশন পর্যন্ত ট্রেনে কাটা পড়ে নিহত ৮ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে পুলিশ সদস্য, ব্যাংক কর্মী, বিভিন্ন ব্যবসায়ী, স্কুল কলেজের ছাত্র - ছাত্রী ও পথচারী রয়েছে।

এ ব্যাপার ঢাকা রেলওয়ে থানার ওসি মো. ফেরদাউস আহমেদ বিশ্বাস সমকালকে জানান, চলতি বছর ২১ ডিসেম্বর পর্যন্ত ট্রেন লাইন থেকে ২৭৭ টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  তাদের অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন।

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বিভাগের (আরএনবি) পরিদর্শক (সিআই) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘প্রায়ই ট্রেনে কাটা পড়ার খবর শুনে ঘুম ভাঙে আমাদের। আজকেও রেলকর্মী কামরুজ্জামান খোকনের নিহতের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’

whatsapp follow image

আরও পড়ুন

×