মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ কিশোরের মৃত্যু
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৮:৪৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৮:৪৮
রাজধানীর মিরপুরের বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) বিস্ফোরণ থেকে আগুনে দগ্ধ সেই গৃহকর্মী কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কিশোর আরিয়ানের (১৫) মৃত্যু হয়। এর আগে শনিবার রাতে গৃহকর্ত্রী হাজেরা বেগমের (৪৫) মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, শনিবার ভোরে মিরপুর ১৩ নম্বর সেকশনের পূর্ব ঈমাননগর খালপাড়ার বাড়িতে এসি বিস্ফোরণে দগ্ধ হন গৃহবধূ হাজেরা ও গৃহকর্মী আরিয়ান। আগুনে হাজেরার শরীরের ৫০ শতাংশ ও আরিয়ানের ৭০ শতাংশ দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।- বিষয় :
- আগুন
- মৃত্যু
- বার্ন ইনস্টিটিউট