ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ছাদ কৃষিতে পুরস্কার দেবে ডিএনসিসি

ছাদ কৃষিতে পুরস্কার দেবে ডিএনসিসি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ২১:২৭ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ২১:২৭

রাজধানীতে বাড়ির ছাদে কৃষিকাজে আগ্রহ বাড়াতে ওয়ার্ডভিত্তিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী ফেব্রুয়ারিতে মেলার আয়োজন করে এ পুরস্কার দেওয়া হবে। তবে কী পুরস্কার দেওয়া হবে, তা জানানো হয়নি।

বুধবার ডিএনসিসি নগর ভবনে ছাদ কৃষিবিষয়ক কর্মশালায় মেয়র আতিকুল ইসলাম এ পুরস্কারের ঘোষণা দেন।

ঢাকায় ছাদ কৃষি উৎসাহিত করতে ডিএনসিসির সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মশালায় আয়োজন করে। এতে ডিএনসিসির কাউন্সিলরা অংশ নেন।

কর্মশালায় মেয়র আতিক বলেন, ছাদ কৃষির মাধ্যমে ঢাকায় কৃষিবিপ্লব ঘটাতে চাই। রাজধানীতে বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না। অতএব, ছাদই কৃষির বড় ক্ষেত্র হতে পারে।

তিনি জানান, সঠিক নিয়ম মেনে যাঁরা ছাদ কৃষি করবেন, তাঁদের পুরস্কৃত করা হবে।

ডিএনসিসি নগর ভবনে ছাদ কৃষিবিষয়ক কর্মশালা

মেয়র বলেন, ছাদ বাগানেই মশার জন্ম হয়, কথাটি সঠিক নয়। নিয়ম মেনে বাগান করলে ছাদে মশা জন্মাবে না। এ সময় মেয়র ওয়ার্ডভিত্তিক পুরস্কার দেওয়ার জন্য কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও কৃষিবিদদের নিয়ে কমিটি গঠনের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, তরুণদেরও ছাদ কৃষি এবং চাষাবাদ সম্পর্কে শিক্ষা দিতে হবে। তাদের সচেতন করতে হবে। ছাদ কৃষির অনেক সুবিধা আছে।

অনুষ্ঠানে কৃষিবিদ মেহেদি মাসুদ কাউন্সিলরদের সঠিকভাবে ছাদ কৃষি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার জ্যাভিয়ার বুয়ান, ডিএনসিসি মেয়রের উপদেষ্টা অধ্যাপক কবিরুল বাসার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর শরিফ-উল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ।

whatsapp follow image

আরও পড়ুন

×