রাজধানীতে সকালে ঘন কুয়াশা

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন ময়ূরভিলা এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টার চিত্র। ছবি: ইয়াসির আরাফাত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ০৪:০৫ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ | ০৪:০৮
রাজধানীতে শনিবার সকালে ঘন কুয়াশা পড়তে দেখা গেছে। সকালে ঘন কুয়াশামাখা সকালেই মানুষজনকে কর্মস্থলসহ বিভিন্ন গন্তব্যে যাত্রা করেন। ৭টা থেকে ৮টা পর্যন্ত রাস্তাঘাটে যানবাহন কম দেখা যায়। অনেক গাড়িতে হেডলাইট জ্বালিয়ে রাখতে হয়।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা রোদের দেখা মিললে কুয়াশার ঘনত্ব কাটতে থাকে।
শনিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে জমির হোসেন বলেন, ‘কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। কারওয়ান বাজারে কাজে যাব, ৭টা পার হয়ে গেছে তবু মনে হচ্ছে সকাল হয়নি এখনও।’
অন্যদিকে, দেশের চার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে নওগাঁ, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ চলতে পারে বলে জানানো হয়।
এ ছাড়াও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।