ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

উড়াল সড়কে বাসচাপায় যুবক নিহত

উড়াল সড়কে বাসচাপায় যুবক নিহত

প্রতীকী ছবি।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২১:২৬ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২১:২৬

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ উড়াল সড়কে বাসচাপায় রাকিব হাসান নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন রাকিব। তিনি অ্যাপভিত্তিক মোটরসাইকেল পরিবহন সেবা পাঠাওয়ের চালক ছিলেন।

পুলিশ জানায়, গতকাল দুপুরে মোটরসাইকেলে কারওয়ান বাজার থেকে বাসার দিকে যাচ্ছিলেন রাকিব। যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে উড়াল সড়কের ওপর বাসের ধাক্কায় ছিটকে পড়েন। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম বলেন, বাসটি শনাক্ত করে চালক ও তাঁর সহযোগীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×