ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

রাজধানীর ওয়ারিতে গভীর রাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

রাজধানীর ওয়ারিতে গভীর রাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ২০:৩৯ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ২০:৫৭

রাজধানীর ওয়ারি পুলিশ ফাঁড়ির সামনে ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। 

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।  

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আশেপাশে পোশাক ও ইলেকট্রনিক্সের শোরুম রয়েছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ ট্রান্সফরমার ব্লাস্ট হয়। সামনে থাকা বেবিশপ নামের শোরুমে ধোঁয়া দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।


আরও পড়ুন

×