কাউন্সিলররা উচ্ছেদে সহযোগিতা না করলে উন্নয়ন বন্ধ: আনিসুল হক

আনিসুল হক -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৭ | ০৭:১৫ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ | ০৭:২৭
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যেসব কাউন্সিলর তার এলাকায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে সহযোগিতা করবেন না, সেসব ওয়ার্ডে কোনো উন্নয়ন কাজ হবে না বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। তিনি বলেন, অবৈধ দখল ও স্থাপনার কারণে অনেক এলাকার রাস্তা প্রশস্ত করা যাচ্ছে না। ফলে নাগরিকরা এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
সোমবার রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বাসস্ট্যান্ড থেকে কামাল সরণি (৬০ ফুট সড়ক) পর্যন্ত পীরেরবাগ রোডের অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে শেওড়াপাড়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মেয়র আরও বলেন, ডিএনসিসির নেওয়া পরিকল্পনার মধ্যে রাস্তার উন্নয়ন অন্যতম। এটা করতে গেলে রাস্তা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। যারা এ কাজে সহায়তা করবে না তাদের এলাকায় উন্নয়ন কাজ বন্ধ থাকবে।
পীরেরবাগ সড়কটির উদাহরণ টেনে তিনি বলেন, শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে ৬০ ফুট সড়ক ও পীরেরবাগ হয়ে কল্যাণপুর পর্যন্ত এ সড়কের দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার। কিছু প্রভাবশালী ব্যক্তি প্রায় ৩০ বছর ধরে এ সড়কটির বিভিন্ন অংশ দখল করে রেখেছিল। রাজউকের বিশদ পরিকল্পনা অঞ্চলে সড়কটি ৩০ ফুট প্রশস্ত দেখানো হয়েছে। অথচ কোথাও ১৫ ফুট, কোথাও ১০ ফুট পাওয়া গেছে। কেউ বাড়ির লাগোয়া সড়ক দখল করেছেন। কেউ খালি জায়গা পেয়ে দোকান বানিয়েছেন। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কটি প্রশস্ত করতে অনেক বছর ধরে পরিকল্পনা করা হচ্ছে। গত ১৮ জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় দুইশ' ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়েছে। এখন সড়কটিকে আধুনিকায়ন করা হবে।
অনুষ্ঠানে যুবলীগ নেতা মঈনুল হোসেন খান নিখিল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- মেয়র আনিসুল হক