ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

সহযোগিতা করতে গিয়ে বিপাকে ডিএসসিসির প্রধান নির্বাহী

সহযোগিতা করতে গিয়ে বিপাকে ডিএসসিসির প্রধান নির্বাহী

ফেসবুক থেকে সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৮:১২

নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ ইমদাদুল হক। 

গাড়িতে করে যাওয়ার সময় তিনি কিছু নিম্ন আয়ের মানুষের আর্থিক সহযোগিতা করার জন্য গাড়ি থামাতে বলেন। এক পর্যায়ে অনেক দরিদ্র ছিন্নমূল মানুষ সেখানে জুটে যায়। তারা গাড়িটাও ঘিরে ধরে। এক পর্যায়ে কিছু টাকা দূরে ছুড়ে দিলে তারা সেদিকে ঝুঁকে পড়েন। সেই ফাঁকে তিনি সেখান থেকে চলে যেতে সক্ষম হন। 

তার এই টাকা ছুঁড়ে দেওয়ার বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা।

এ প্রসঙ্গে শাহ মোঃ ইমদাদুল হক সমকালকে জানান, গত বুধবার স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মিটিং শেষে তিনি বিকেলের দিকে মিরপুর রোড দিয়ে যাচ্ছিলেন। এ সময় সায়েন্স ল্যাবরেটরির পাশে ফুটপাতে কিছু গরিব অসহায় মানুষকে বসে থাকতে দেখেন। তিনি ড্রাইভারকে গাড়ি থামিয়ে কিছু অর্থ তাদের হাতে দেওয়ার উদ্যোগ নেন। তাদের প্রত্যেকের হাতে কিছু টাকাও দেন। ইতিমধ্যে টাকা বিতরণের খবর পেয়ে সেখানে কয়েকশ দরিদ্র মানুষ জড়ো হন। অবস্থা এমন পর্যায়ে যায় তার গাড়ির জানালার মধ্যে অর্ধশতাধিক হাত ঢুকে পড়ে। সবাই তার গাড়িও ঘিরে ধরে। অথচ তখন তার কাছে থাকা টাকাও প্রায় শেষ। বাকি হাজার দুয়েক টাকা ছিল। সেটা তিনি একটু দূরে ছুঁড়ে দেন। তখন সবাই সেদিকে নজর দিলে তখন তিনি চালককে গাড়ি চালাতে বলেন।

শাহ মো. ইমদাদুল হক বলেন, অবস্থা এমন হয়েছিল যে সেটা করা ছাড়া কোনো উপায় ছিল না। হয়তো আরো বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত। হয়তো কেউ তার গাড়ির নিচেও পড়তে পারত। কিন্তু যেচে মানুষের উপকার করতে গিয়ে এখন সেটা নেতিবাচকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। এ রকম নেতিবাচক প্রচার হলে মানুষ অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর আগ্রহ হারিয়ে ফেলবে।

আরও পড়ুন

×