অপরাধীদের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হতে হবে: তথ্যমন্ত্রী
সমকাল প্রতিবেদক
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতি, মানুষ পোড়ানো, হত্যা-খুনের অপরাধের মামলাকে রাজনৈতিক মামলা বলে চালিয়ে অপরাধীদের রক্ষা বা হালাল করার চক্রান্তের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হতে হবে। গণমাধ্যম সমাজকে স্বচ্ছ করে।
বুধবার রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সেমিনার হলে পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
পিআইবি পরিচালনা বোর্ড সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান।
বক্তৃতা করেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাবেরী গায়েন, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর। পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য দেন এটুআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী।
গণমাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অবদানের জন্য এ বছর অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি এ পুরস্কার লাভ করে।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি উভয়েই সমাজকে স্বচ্ছ করে। সে কারণে গুজব, মিথ্যাচার, চরিত্র হনন ও তথ্য বিকৃতির কোনো স্থান সাইবার জগৎ ও গণমাধ্যমে নেই।
তিনি বলেন, প্রশাসনের ভুল-ত্রুটির বিষয়ে যেমন গণমাধ্যম সোচ্চার, তেমনি রাজনৈতিক নেতানেত্রীর পদস্খলনের বিষয়েও গণমাধ্যমের সোচ্চার হওয়া উচিত। ভারসাম্য রক্ষার নীতির দোহাই দিয়ে অপরাধী নেতানেত্রীকে কোনো ছাড় দেওয়া গণমাধ্যমের কাজ নয়।