ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

২ সিটির মশকবিরোধী অভিযান

পেট্রোবাংলা-টিসিবিকে ৫ লাখ টাকা করে জরিমানা

পেট্রোবাংলা-টিসিবিকে ৫ লাখ টাকা করে জরিমানা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৬:০৮ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৬:০৮

ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৯ ভবন মালিককে ৩০ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করেছে রাজধানীর দুই সিটি করপোরেশন। এ সময় বেজমেন্টে এডিসের লার্ভা পাওয়ায় পেট্রোবাংলা ও টিসিবিকে ৫ লাখ টাকা করে জরিমানা জরিমানা করা হয়।

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অভিযান চালানো হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম নিজে কারওয়ান বাজারে একটি ঝটিকা অভিযানে অংশ নেন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্বটা সবাইকে নিতে হবে। এ দায়িত্ব কিন্তু একা সিটি করপোরেশনের না। এ শহর আমাদের সবার। শহরটাকে সবারই ভালোবাসতে হবে। সবাই যার যার প্রতিষ্ঠান, ভবন পরিষ্কার রাখলে এডিস মশা থেকে অনেকখানি রক্ষা পেতে পারি।

ডিএনসিসি মেয়র কারওয়ান বাজারে ঝটিকা অভিযানে গিয়ে জাহাঙ্গীর টাওয়ার, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), যমুনা অয়েলের নির্মাণাধীন ভবন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের বেজমেন্টে এডিসের লার্ভা পান।

এসব প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ। সব মিলিয়ে ডিএনসিসির অভিযানে ১৬টি স্থাপনার মালিককে মোট ২৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ধানমন্ডি, গোপীবাগ, ঝিগাতলা, বংশাল, মানিকনগর, স্বামীবাগ, মান্ডা, নতুনপাড়া, ডেমরা, রসুলপুর, কুতুবখালী, দনিয়া ও যাত্রাবাড়ী এলাকায় আটটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এ সময় ২৩টি স্থাপনার মালিককে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

×