বামপন্থি শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ১৫:২৫ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ১৫:২৫
বাম গণতান্ত্রিক জোট নেতারা বলেছেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে বামপন্থি ও গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্রক্ষমতায় নিতে হবে। শুক্রবার রাজধানীর হাজারীবাগ বাজারে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটির বিক্ষোভ সমাবেশে নেতারা এ কথা বলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে নেতারা বলেছেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করার মধ্য দিয়ে চলমান শাসনের অবসান ঘটাতে হবে। এর মধ্য দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন আদায় করতে হবে। অন্যথায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়।
সিপিবি হাজারীবাগ থানা কমিটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবি ঢাকা দক্ষিণ জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন, মঞ্জুর মঈন, বাসদের ঢাকা মহানগর কমিটির নেতা খালেকুজ্জামান লিপন, অ্যাডভোকেট ফারুক হোসেন, হারুনুর রশীদ প্রমুখ।
নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং দুর্নীতি-লুটপাট ও অর্থ পাচার, বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।