ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

তাবলিগের দু’পক্ষের ঝগড়া ঠেকাতে গিয়ে ব্যবসায়ী নিহত

তাবলিগের দু’পক্ষের ঝগড়া ঠেকাতে গিয়ে ব্যবসায়ী নিহত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ২১:৩০ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ২২:২৯

তাবলিগের দু’পক্ষের মধ্যে বিরোধ ঠেকাতে গিয়ে ঘুসিতে শামসুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেলে রাজধানীর নীলক্ষেতের জিলানী মার্কেটের মসজিদে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি জিলানী মার্কেটের ব্যবসায়ী।

হাজারীবাগের কুলাল মহল লেনের মুনসুর সর্দারের ছেলে শামসুল তাবলিগের ‘সাদপন্থি’ ছিলেন বলে দাবি করছেন তাঁর বন্ধু। যার বিরুদ্ধে তাঁকে হত্যার অভিযোগ উঠেছে, সেই আনোয়ার হোসেন তাবলিগের ‘জুবায়েরপন্থি’ বলে পরিচিত।

শামসুলের বন্ধু গোলাম সাব্বিরের ভাষ্য, বুধবার বিকেলে ওই মসজিদে আসরের নামাজের পর সাদপন্থি কয়েকজন বয়ান দিচ্ছিলেন। এ সময় আনোয়ার মসজিদে ঢুকে তাদের বাধা দেন। এক পর্যায়ে তিনি মসজিদের মোয়াজ্জেম ও সাব্বিরকে মারতে যান। এ সময় সেখানে থাকা ব্যবসায়ী শামছুল হক আনোয়ারকে নিবৃত্ত করতে যান। ক্ষিপ্ত আনোয়ার তখন শামসুল হকের বুকে ঘুসি মারেন। এতে মসজিদের মেঝেতেই অচেতন হয়ে পড়েন শামসুল। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু বলেন, 'মসজিদে একজনের মারা যাওয়ার খবর আমরা শুনেছি। সেখানে কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।'

আরও পড়ুন

×