ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ডিএসসিসির অভিযানে ৯ ভবন মালিককে জরিমানা

ডিএসসিসির অভিযানে ৯ ভবন মালিককে জরিমানা

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১৪:২৪ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১৪:২৪

ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ৯ ভবন মালিককে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার সাতটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়।

এ সময় তাঁরা ৩৫৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এর মধ্যে ৯টি স্থাপনায় মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ, মশার লার্ভা ও মশা পাওয়া যায়।

ডিএসসিসি জানায়, রাজধানীর সেন্ট্রাল রোড, নব রায় বসাক লেন, তাঁতীবাজার, ওয়ারী, র‍্যাঙ্কিং স্ট্রিট, পিয়ার আলী গলি, কদম আলী রোড, মাণ্ডা, সাইনবোর্ড, ডেমরা, ছনটেক, শেখদী, দক্ষিণ কাজলা, রায়েরবাগ ও কদমতলী এলাকায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন

×