পিকনিক থেকে ফিরে ‘গণঅসুস্থ’, ৩ যুবকের মৃত্যু

প্রতীকী ছবি
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১৭:৩৮ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১৯:৩৮
রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের একটি পিকনিক পার্টি থেকে ফেরার পরপরই অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার রাজধানীর বেরাইদ এলাকা থেকে নৌপথে গাজীপুরে গিয়ে ওই পার্টিতে অংশ নেন ৭০-৮০ জন যুবক। এরপর অনেকে অসুস্থবোধ করলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এরই মধ্যে তাদের মধ্যে তিনজন মারা গেছেন।
তারা হলেন- রাজধানীর বাড্ডায় এলাকার বাসিন্দা মনির, হাসান, সানি। তাদের বয়স ২০-২৫ বছরের মধ্যে। এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি রয়েছেন ১৫-২০ জন।
পুলিশের গুলশান বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ সমকালকে জানান, পার্টিতে অংশ নেওয়া তিনজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। অসুস্থতার বিষয়টি গোপন রাখা হয়েছিল। এরই মধ্যে দু’জনের দাফনও করা হয়েছে।
তিনি বলেন, একজনের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। পার্টিতে অংশ নেওয়া আরও অনেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। কী কারণে তারা অসুস্থ হয়েছেন- তা তদন্ত করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানায়, মদ্যপানের ঘটনায় বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড্ডার স্বাধীনতা সরণি এলাকায় বাসায় ফিরেছেন ওই পিকনিকে অংশ নেওয়া এক শিক্ষার্থী। তার বাবা জানান, শুক্রবার তার ছেলে বন্ধুদের মিলে গাজীপুর পূবাইল এলাকা পিকনিকে যায়। সেখানে তারা কিছু খেয়েছিল। পিকনিক থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি জানান, এ ঘটনায় আরও অনেকেই চিকিৎসা নিয়েছেন।