ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪২ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪২

রাজধানীর বিমানবন্দর থানার শেওড়া এলাকায় ট্রেনের ধাক্কায় তমজিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় শেওড়া ফুট ওভারব্রিজ-সংলগ্ন রেললাইনে দু’দিক থেকে আসা দুটি ট্রেনের একটিতে ধাক্কা লেগে পড়ে যান তমজিদুল। আব্দুল আল ফয়সাল নামে এক পথচারি তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ওইদিন রাত ৯টায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৩টায় তাঁর মৃত্যু হয়।

নিহতের ভায়রা কাউসার হোসেন জানান, তমজিদুলের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার হিরামনি উত্তরপাড়ায়। তিনি ঢাকার কেরানীগঞ্জে বাস করতেন। সেখানে একটি সোয়েটার কারখানায় চাকরি করতেন তিনি।

আরও পড়ুন

×